ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল ৫ নারী
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:১০ পিএম, ১৮ জুন ২০২২ শনিবার | আপডেট: ১০:২২ পিএম, ১৮ জুন ২০২২ শনিবার
ভারতে পাচার হওয়া এক পুরুষসহ বাংলাদেশি ৫ নারী বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে আজ শনিবার (১৮ জুন) সন্ধ্যায় বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফিরেছে। ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন।
ফেরত আসারা হলেন, জেসমিন আক্তার (১৫), রিনি খাতুন (৩২), নুসরাত জাহান (২১), সুমন শেখ (৩৫) ও নাজমা খাতুন (২৩)।এদের বাড়ি সাতক্ষীরা, নড়াইল ও যশোর জেলার বিভিন্ন এলাকায়।
সুমন শেখ বলেন, সংসারে অভাব অনটনের কারণে আয় রোজগারের আসায় দালালের মাধ্যমে সীমান্ত পথে ভারতের ব্যাঙ্গালুর শহরে যায়। পরে সেখানে কাজ করার সময় সে দেশে অবৈধভাবে বসবাস করার অপরাধে পুলিশ তাদের আটক করে জেলা হাজতে পাঠায়। সেখান থেকে তালাস নামে একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে তাদের নিজস্ব শেল্টার হোমে রাখে। দুই বছর পর আজ দেশে ফিরলাম।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহম্মেদ বলেন, ট্রাভেল পারমিটে ফেরত আসা ৫ বাংলাদেশিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে এনজিও সংস্থা জাস্টিস এন্ড কেয়ার তাদের নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করবেন।
যশোর জাস্টিস এন্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন বলেন, ফেরত আসাদের যশোর জাস্টিস এন্ড কেয়ারের নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
কেআই//