ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

ভয়াবহ আগুনে পুড়ছে স্পেনের উত্তর-পশ্চিমাঞ্চল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১১ পিএম, ১৯ জুন ২০২২ রবিবার

ভয়াবহ আগুনের কবলে স্পেন। ইতোমধ্যেই সেখানকার ২০ হাজার হেক্টরেরও বেশি জমি পুড়ে গেছে। যার ফলে প্রচণ্ড গরমে ভয়াবহ দাবানলের কবলে পড়েছে স্পেনের উত্তর-পশ্চিমাঞ্চল। আশঙ্কা করা হচ্ছে এটি আরও বাড়তে পারে। শুষ্ক আবহাওয়ার কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের।

গত ৮ জুন রাতে হঠাৎ আন্দালুসিয়া উপকূলের পর্যটন স্পট কস্তা ডেল সোলের ঠিক ওপরে অবস্থিত সিয়েরা বারমেজার পুজেরা পাহাড়ের ঢালে আগুনের সূত্রপাত হয়।
 
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৪০ কিলোমিটার। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে।

দুর্ঘটনা এড়াতে স্থানীয়দের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে অঞ্চলটির কর্তৃপক্ষ। দ্রুত কয়েক হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয় প্রশাসন। ভয়াবহ এ দাবানলে দমকলকর্মীর কয়েক সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

জানা যায়, শুষ্ক আবহাওয়া ও দমকা বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে হেলিকপ্টার ব্যবহার করলেও হিমশিম খাচ্ছে দমকলকর্মীরা। আগুন নেভাতে সেনাবাহিনীও কাজ শুরু করেছে। এ অবস্থায় একমাত্র বৃষ্টিই আগুন নেভাতে শেষ ভরসা বলে মনে করছেন অনেকে।

আগুন লাগার আগেই, বলতে গেলে গ্রীষ্মকাল শুরুর আগেই স্পেনের তাপমাত্রা সর্বোচ্চ ৪৩ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। চলমান এ পরিস্থিতিতে মাদ্রিদের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডু ফোম থিম পার্কটির কাছাকাছি আগুন চলে আসায় দুর্ঘটনা এড়াতে পার্ক খালি করেছে কর্তৃপক্ষ।

সূত্রঃ রয়টার্স
আরএমএ/এমএম/