ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

চাঞ্চল্যকর ঝুট ব্যবসায়ী সেলিম হত্যায় ২ জনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০২:৩২ পিএম, ২০ জুন ২০২২ সোমবার

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় চাঞ্চল্যকর ঝুট ব্যবসায়ী কামরুজ্জামান সেলিম চৌধুরী হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। 

সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজের দ্বিতীয় আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন এ রায় প্রদান করেন। এসময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন মোহাম্মদ আলী ও মোহাম্মদ ফয়সাল। তারা ঝুটের ব্যবসার সঙ্গে জড়িত। 

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জাসমিন আহমেদ জানান, ২০১৯ সালের ৩১ মার্চ বিকালে আসামিদের কাছে পাওনা দুই লাখ টাকা আনতে যায় সেলিম চৌধুরী। ওই টাকা আত্মসাৎ করতে তাকে পরিকল্পিত হত্যা করে হাত-পা বেঁধে বস্তায় ভরে মরদেহ মাটিতে পুঁতে রাখে আসামিরা। 

এ ঘটনার ১১ দিনের মাথায় মরদেহের গন্ধ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। 

নিহতের স্ত্রী বাদী হয়ে চারজনকে আসামি করে হত্যা মামলা করেন। মামলার তদন্ত শেষে চারজনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করে পুলিশ। মামলাটিতে ১১ জনের সাক্ষ্য শেষে আদালত দুজনের যাবজ্জীবন কারাদণ্ড এবং সোলেমান ও আলী হোসেন নামে দুজনকে খালাস প্রদান করেছে। 

তবে, এ রায়ে সন্তুষ্ট নয় মামলার বাদীসহ নিহতের স্বজনরা। 

নিহতের স্ত্রী ও মামলার বাদী রেহেনা আক্তার জানান, “এটি একটি পরিকল্পিত হত্যা। আসামি মোহাম্মদ আলী ও ফয়সাল আদালতে ১৬৪ ধারায় স্বীকারুক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আদালত আজ যে রায় দিয়েছে এটা প্রত্যাশা করিনি।”

এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন বলে জানান তিনি।

এএইচ