ঢাকা, শনিবার   ১৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১ ১৪৩১

মোবাইল কোর্টের জরিমানার অর্থ বিষয়ে অডিট চায় হাই কোর্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:৩৬ পিএম, ২০ জুন ২০২২ সোমবার | আপডেট: ০২:৫৫ পিএম, ২০ জুন ২০২২ সোমবার

মোবাইল কোর্টের মাধ্যমে আদায় করা জরিমানার অর্থ কোষাগারে জমা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে অডিট করতে বলেছেন হাইকোর্ট।

সোমবার (২০ জুন) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। 

এসব জরিমানার অর্থ কোষাগারে জমা না দেয়া ভয়াবহ অপরাধ উল্লেখ করে এ বিষয়ে সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে নজর দিতে বলেছেন হাইকোর্ট।

২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত শরীয়তপুরে ৭৫৪টি মোবাইল কোর্টের মাধ্যমে এক কোটি ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। কিন্তু সংশ্লিষ্ট কর্মকর্তা ইমামুদ্দিন সেই অর্থ সরকারি কোষাগারে জমা দেননি। বিষয়টি তদন্ত হলে নামমাত্র কিছু অর্থ জমা দেন তিনি। পরবর্তী সময়ে এ ঘটনায় করা মামলায় ইমামুদ্দিনকে ২৩ বছরের সাজা দেন বিচারিক আদালত।

সোমবার বিচারিক আদালতের সেই সাজা বহাল রেখেছেন হাইকোর্ট। তবে এ মামলায় খালাস পেয়েছেন ইমামুদ্দিনের স্ত্রী কমলা আক্তার।

ইমামুদ্দিনের সাজা বিভিন্ন ধারায় ২৩ বছর বহাল থাকবে। একইসঙ্গে ৮৯ লাখ টাকা কোষাগারে জমা দিতে বলেছেন আদালত।

এনএস//