দ্বিতীয় টেস্টে ডাক পেলেন শরিফুল
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:৩৯ পিএম, ২০ জুন ২০২২ সোমবার
ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলার ডাক পেলেন তরুণ পেসার শরিফুল ইসলাম। চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম টেস্টে ছিলেন না তিনি। চোট কাটিয়ে এবার ডাক এসেছে সিরিজের দ্বিতীয় টেস্টে। আর তাই সোমবারই ঢাকা ছাড়ছেন তিনি।
এক বিবৃতিতে খবরটি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিবৃতিতে বলা হয়, ‘বাঁহাতি পেসার শরিফুল ইসলাম টেস্ট দলের সঙ্গে যোগ দেওয়ার জন্য সেন্ট লুসিয়ার উদ্দেশে সোমবার রাতে ঢাকা ত্যাগ করবেন। ২৪ জুন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট শুরু হবে। ২১ বছর বয়সী এই পেসার ২০২১ সালের এপ্রিলে অভিষেকের পর থেকে বাংলাদেশের জার্সিতে চারটি টেস্ট খেলেছেন।’
এর আগে টেস্ট দলের স্কোয়াডে যোগ করা হয়েছে এনামুল হক বিজয়কে। এবার যুক্ত হলেন শরিফুল। অবশ্য ওয়ানডে ও টি-টোয়েন্টির দলে ছিলেন শরিফুল। টেস্ট সিরিজ শেষে ২৪ জুন সংক্ষিপ্ত ফরম্যাটে দলে যোগ দেওয়ার কথা ছিল তার। তবে টেস্টে ডাক পাওয়ায় ঢাকা ছাড় হচ্ছে তরুণ এই পেসারকে।
দক্ষিণ আফ্রিকা সফর থেকে চোটের সঙ্গে লড়ছেন এই ২১ বছর বয়সী পেসার। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে চোট কাটিয়ে ফিরলেও ফের ছিটকে পড়েন তিনি।
এসএ/