ঢাকা, শনিবার   ২১ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৬ ১৪৩১

‘কোনো রাষ্ট্রর ক্ষমতা নাই মেঘ কমিয়ে আনার, বৃষ্টি কমিয়ে আনার’ (ভিডিও)

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ০৭:২৪ পিএম, ২০ জুন ২০২২ সোমবার | আপডেট: ০৭:৪১ পিএম, ২০ জুন ২০২২ সোমবার

বৈশ্বিক উষ্ণতার কারণে প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে। বৃষ্টি ও বন্যা বাড়ছে। এই দুর্যোগ কমাতে বিশ্বের উষ্ণতা কমাতে হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। একই সঙ্গে বলেছেন 'কোনো রাষ্টের ক্ষমতা নাই মেঘ কমিয়ে আনার বৃষ্টি কমিয়ে আনার।'

বন্যার অপরিকল্পিত উন্নয়নের কারণে হয়নি এবং বাংলাদেশে কোনো উন্নয়ন অপরিকল্পিতভাবে হয়নি বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, " বন্যা হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে, বৈশ্বিক উষ্ণতা বাড়ছে, সাগর উত্তপ্ত হচ্ছে, সাগর থেকে জলীয় বাষ্প বেশি উঠছে, সেই বাষ্প আবার মৌসুমি বায়ু হয়ে বৃষ্টি বাড়াচ্ছে।"

এই বৃষ্টি ও মেঘকে কমিয়ে আনা কোনোভাবেই সম্ভব না। কোনও রাষ্ট্র কিংবা সরকারের পক্ষে এটি সম্ভব না বলে জানান প্রতিমন্ত্রী। 

সেইসঙ্গে বলেন, এর একমাত্র সমাধান জলবায়ু পরিবর্তনের গতি ঠেকানো। 

এসবি/