ঢাকা, শনিবার   ২১ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৬ ১৪৩১

‘প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ পৌঁছানো আমাদের টার্গেট না’ (ভিডিও)

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ০৮:৫৫ পিএম, ২০ জুন ২০২২ সোমবার | আপডেট: ০৮:৫৬ পিএম, ২০ জুন ২০২২ সোমবার

প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ পৌঁছানো টার্গেট না, বরং বন্যা কবলিত এলাকার মানুষদের আশ্রয়কেন্দ্রে এনে, খাবারের ব্যবস্থা করাই লক্ষ্য বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। 

তিনি বলেন, বন্যাকবলিতদের মাঝে বার বার ত্রাণ পৌছানো সম্ভব না। তাই দুর্গতদের আশ্রয়কেন্দ্রে আনা হচ্ছে এবং তাদের খাবারের ব্যবস্থা করা হচ্ছে। এতে অল্প পরিশ্রমে বেশি মানুষকে সাহায্য করা সম্ভব হচ্ছে। 

যে বিশাল এলাকা প্লাবিত হয়েছে, এতো এলাকার মানুষদের সাধারণ উপায়ে নিরাপদে নেওয়া সম্ভব হয়। যেকারণে সেনাবাহিনী কাজ চালিয়ে যাচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। 

এসবি/