ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪,   কার্তিক ২১ ১৪৩১

বেনাপোলে দুর্বৃত্তদের হাতে ইউপি সদস্যের মৃত্যু

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ০৯:১১ এএম, ২২ জুন ২০২২ বুধবার

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সদস্য আশানুজ্জামান বাবলু (৪৫) ওরফে গোল্ড বাবলুকে বোমা মেরে ও জবাই করে হত্যা করেছে দূর্বৃত্তরা।

মঙ্গলবার (২১ জুন) রাত ১০ টার সময় বেনাপোল পোর্ট থানার বালুন্ডা বাজারে এ ঘটনায় ঘটে। 

নিহত আশানুজ্জামান বাবলু শার্শা উপজেলার মহিষাকুড়া গ্রামের রমজান মোল্লার ছেলে এবং বর্তমান ৮ নং বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সদস্য।

পুলিশ জানায়, স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে পৌঁছায় তারা। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বালুন্ডা বাজারে বাবলুর একটি বাড়ি আছে। বাড়ির সামনে একটি চায়ের দোকানে বসে গল্প করছিলেন তিনি। এ সময় একদল সন্ত্রাসী মোটর সাইকেলে এসে প্রথমে চার থেকে পাঁচ টি বোমা নিক্ষেপ করে। বোমার শব্দে আশেপাশের লোকজন সরে গেলে বাবলুকে জবাই করে হত্যা করে তারা পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় চরম আতংক ছড়িয়ে পড়ে। 

তবে এলাকার অনেকে জানিয়েছেন, চোরাচালানের সিন্ডিকেট ও স্বর্ণ পাচারের ব্যবসায়ীক কোন দ্বন্দ্বে এ ঘটনা ঘটতে পারে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূইয়া জানান, কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনই বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে থানায় আনা হবে। তারপর বিস্তারিত জানা যাবে। 

আরএমএ