আসামে বন্যা ও ভূমিধসে মৃত্যু বেড়ে ৮২ জন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০১:৪৩ পিএম, ২২ জুন ২০২২ বুধবার
ভারতের আসামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। আসামের চলমান বন্যা ও ভূমিধসে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২ জনে।
নজিরবিহীন বৃষ্টি আর বন্যার পানিতে গ্রাম, ক্ষেত খামার, বাড়িঘর-সব পানির নিচে তলিয়ে গেছে।
ব্রহ্মপুত্রের পানি এখনো বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় এবং ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকায় সহসাই বন্যা পরিস্থিতির তেমন কোনো উন্নতি লক্ষণ দেখছেন না আবহাওয়াবিদরা।
এদিকে, বন্যা কবলিতদের উদ্ধারে একযোগে মাঠে নেমেছে রাজ্য সরকারের বিভিন্ন উদ্ধারকারী সংস্থার সদস্যরা।
বন্যাকবলিত এলাকাগুলোতে যাতে পর্যাপ্ত খাবার ও জরুরি ত্রাণসামগ্রী দ্রুত পৌঁছায় সে লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে স্থানীয় প্রশাসন।
বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে পার্শ্ববর্তী রাজ্য মেঘালয় এবং ত্রিপুরাতে। চেরাপুঞ্জিতে প্রবল বর্ষণ অব্যাহত থাকায় নতুন করে প্লাবিত হয়েছে আরও বহু অঞ্চল।
এসবি/