ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

কুড়িগ্রামে বন্যার্তদের পাশে বিন নেটওয়ার্ক ও সহমর্মিতা ফাউন্ডেশন

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ০৩:০৫ পিএম, ২২ জুন ২০২২ বুধবার

কুড়িগ্রামে অসহায় বানভাসিদের মাঝে বিন নেটওয়ার্কের জরুরি মানবিক খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে সহমর্মিতা ফাউন্ডেশন।

মঙ্গলবার কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সহমর্মিতা ফাউন্ডেশনের উপদেষ্টা খ.ম. আতাউর রহমান বিপ্লবের নেতৃত্বে একদল স্বেচ্ছাসেবী খাদ্য সহায়তা সামগ্রীর প্যাকেট নিয়ে নৌকাযোগে বন্যাকবলিত সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের বানভাসিদের মধ্যে বিতরণ করেন।

খাদ্য সহায়তা সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল মুড়ি ১ কেজি, চিড়া ১ কেজি, গুড়, হাড়িভাংগা পাকা আম ১ কেজি, বোতলজাত বিশুদ্ধ পানি ২ লিটার ও ওরস্যালাইন ২ প্যাকেট। মোমবাতি-গ্যাস লাইটও দেয়া হয়। এছাড়াও শিশুদের জন্য বিস্কুট বিতরণ করা হয়। 

সহমর্মিতা ফাউন্ডেশনের উপদেষ্টা আতাউর রহমান বিপ্লব জানান, “যাত্রাপুর ইউনিয়নের চরের বন্যাকবলিত শতাধিক অসহায় পরিবারের মাঝে এসব খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে।”

এএইচ