লাফিয়ে বাড়ছে সংক্রমণ, নতুন শনাক্ত ১,৬৮৫
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:৫৬ পিএম, ২৪ জুন ২০২২ শুক্রবার
লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। ভাইরাসটিতে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৬৮৫ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৯ লাখ ৬২ হাজার ২১৪ জন। তবে এই সময়ে সংক্রমিত হয়ে আর কারও মৃত্যু হয়নি।
শুক্রবার (২৪ জুন ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৮৫০টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৮৩৩টি। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ১ কোটি ৪২ লাখ ৭২ হাজার ৮৩৯টি।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১২ দশমিক ১৮ শতাংশ; যা এখন পর্যন্ত মোট শনাক্তের হারের প্রায় কাছাকাছি। এখন পর্যন্ত মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১৩ দশমিক ৭৫ শতাংশ।
এদিন নতুন করে ভাইরাসটি থেকে সুস্থতা লাভ করেছেন আরও ১৮৫ জন। আর এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬ হাজার ৪১৭ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ১৬ শতাংশ। আর মারা গেছেন ১ দশমিক ৪৯ শতাংশ।
এনএস//