ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে অনুপস্থিত ইউনূস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:২৩ পিএম, ২৫ জুন ২০২২ শনিবার

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেও শেষ পর্যন্ত যাননি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহম্মদ ইউনূস।

সেতু বিভাগের পক্ষ থেকে গত বুধবার ইউনূসের কাছে সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পৌঁছে দেয়া হয়।

ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোর্শেদ এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন। 

তিনি বলেন, ‘‘আমরা আমন্ত্রণপত্র গ্রহণ করেছি। অনুষ্ঠানে যাওয়ার বিষয়ে তিনি (ড. ইউনূস) তার পরিবারের সঙ্গে কথা বলছেন। এরপর হয়তো সিদ্ধান্তের কথা জানাবেন।’’

গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক দেশে আছেন বলেও নিশ্চিত করেন লামিয়া মোর্শেদ।

তবে শনিবার সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে ড. মুহম্মদ ইউনূসকে দেখা যায়নি।

পদ্মা সেতু থেকে বিশ্বব্যাংকের সরে যাওয়ার ঘটনায় ড. ইউনূসসহ বেশ কয়েকজন ষড়যন্ত্রে জড়িত ছিলেন বলে বিভিন্ন সময়ে দাবি করেছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত কয়েক দিন বিভিন্ন বক্তব্যেও ইউনূসের ভূমিকার তীব্র সমালোচনা করেন। সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের সুধী সমাবেশেও প্রসঙ্গটি তোলেন প্রধানমন্ত্রী।

এমএম/