ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

পদ্মার পানিতে তলিয়েছে ৪ উপজেলার নিম্নাঞ্চল, গোখাদ্যের চরম সংকট

রাজবাড়ী প্রতিনিধি  

প্রকাশিত : ১২:৩৯ পিএম, ২৬ জুন ২০২২ রবিবার

রাজবাড়ীতে পদ্মার পানিতে তলিয়ে গেছে পাঁচ উপজেলার মধ্যে ৪টি উপজেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চল। ফলে গবাদি পশুর খাবার নষ্ট হয়ে যাচ্ছে, এতে বিপাকে পরেছে মানুষ।

ফসলী জমি ও গবাদি পশুর চারণ ভূমি তলিয়ে খাদ্য সংকট দেখা দিয়েছে।

চরাঞ্চলের যেসব ফসলী মাঠ থেকে গবাদি পশুর খাবার সংগ্রহ করত, বর্তমানে সেই জায়গা পানিতে তলিয়ে গেছে। যার ফলে দূর-দূরান্ত থেকে নৌকায় করে খাবার যোগান দেওয়া এখন কষ্ঠসাধ্য হয়ে দাঁড়িয়েছে।
 
চরাঞ্চলের উঁচু স্থানের গবাদি পশুর চারণভূমি পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সেসব এলাকাও তলিয়ে যাচ্ছে। এতে সাধারণ মানুষের কষ্ট আরও বেড়েছে। 

কৃষি অধিদপ্তর জানিয়েছে, কয়েক হাজার একর ফসলী জমি ও গবাদি পশুর চারণ ভূমি তলিয়ে যাওয়ায় চরাঞ্চলের আশপাশে গবাদি পশুর খাবারের সংকট দেখা দিয়েছে। পানি বাড়লে এই সমস্যা আরও বাড়বে বলে জানায় তারা।

আরএমএ/এএইচ