ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে গাড়ির দীর্ঘ সারি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:৩৭ পিএম, ২৬ জুন ২০২২ রবিবার

উদ্বোধনের একদিন পর রোববার ভোর থেকে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে পদ্মা সেতু। সকাল ৫টা ৫০ মিনিটের দিকে টোল দিয়ে সেতু পার হন আমিনুল ইসলাম নামের এক মোটরসাইকেল আরোহী।

এদিকে, পদ্মা সেতু দিয়ে যান চলাচল শুরু পর সেতুর এক প্রান্তে দীর্ঘ যানজট তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে। মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে ৩ কিলোমিটারের মতো যানবাহনের সারি দেখা গেছে।

আর সকাল থেকে জাজিরা প্রান্তে যানবাহনের সারি থাকলেও এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এক একটি গাড়ির টোল আদায় করতে দু-তিন মিনিটের মতো লাগছে। মোট ৬টা বুথ থেকে টোল আদায় করা হলেও, যানবাহনের চাপ অত্যধিক হওয়ায় এই যানজট তৈরি হয়েছে। মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে যানবাহনের দীর্ঘ সারি থাকলেও জাজিরা প্রান্তে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মাওয়া ট্রাফিক জোনের টিআই জিয়াউল হুদা জিয়া গণমাধ্যমে বলেন, পদ্মা সেতু প্রথমে পার হওয়ার জন্য গতকাল রাত থেকে এসে অনেকে ভিড় জমান। তারা গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকেন। সেই সঙ্গে পারাপারের জন্য কিছু ট্রাকও সারিতে দাঁড়ায়। যার ফলে কিছুটা যানজট সৃষ্টি হয়।  

তিনি আরও বলেন, দ্রুত টোল আদায় হচ্ছে। আশা করছি দুপুরের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে।

এমএম/