ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

আগ্নেয়গিরিতে দুর্ঘটনা, পর্বতারোহীর মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৩৮ পিএম, ২৬ জুন ২০২২ রবিবার

ইচ্ছে ছিলো সাফল্যের সঙ্গে আরোহণ করবেন পপোকেটপেটল আগ্নেয়গিরির শিখরে। তবে অধরা রয়ে গেল সেই স্বপ্ন। আগ্নেয়গিরির শিখরে উঠবার মাঝপথে ঘটলো দুর্ঘটনা। গিরিশিরার একটি ফাটলে পড়ে গিয়ে বিষাক্ত ধোঁয়ায় মৃত্যু হল মেক্সিকোর ২২ বছরের এক পর্বতারোহী তরুণীর ।

শুক্রবার (২৪ জুন) পপোকেটপেটল আগ্নেয়গিরির শিখর থেকে প্রায় ৩০০ মিটার নীচে দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার এক সঙ্গী।

মেক্সিকোর পর্বতারোহীদের সংগঠন ‘মাউন্টেন রেসকিউ অ্যান্ড অ্যাসিস্ট্যান্স ব্রিগেড’ জানিয়েছে, ছাই-ভর্তি ওই ফাটল থেকে গত তিন দশক ধরে অবিরাম ধোঁয়া বেরোচ্ছে।

পর্বতারোহীদের ওই ফাটলের কাছে যাওয়া নিষেধ। তাদের বিকল্প পথে ৫,৪২৬ মিটার (প্রায় ১৮ হাজার ফুট) উঁচু পপোকেটপেটল শিখর আরোহণ করতে হয়।
 
কিন্তু মৃত তরুণী এবং তার সঙ্গী সেই নিষেধাজ্ঞা না মেনে ফাটলের পাশ দিয়ে শিখরে চড়তে গিয়েছিলেন বলে  অভিযোগ রয়েছে।

দুর্ঘটনার খবর পেয়েই ‘মাউন্টেন রেসকিউ অ্যান্ড অ্যাসিস্ট্যান্স ব্রিগেড’-এর স্বেচ্ছাসেবকেরা নিকটবর্তী ওজুম্বা শহর থেকে সেই ফাটলের কাছে যান। প্রায় ৫০ মিটার গভীর খাদ থেকে উদ্ধার করা হয় তার দেহ। পাহাড়ের খাঁজ থেকে তার আহত সঙ্গীকেও উদ্ধার করেন স্বেচ্ছাসেবকেরা।
 
ওজুম্বার মেয়র ভ্যালেন্টিন মার্টিনেজ কাস্টিলো জানিয়েছেন, মৃত তরুণী তার শহরের বাসিন্দা।

সূত্রঃ আনন্দবাজার অনলাইন 
আরএমএ/এমএম