ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

গাড়ির চাপ নেই, শিমুলিয়ার দুই ফেরি গেল আরিচা

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ০৪:২১ পিএম, ২৭ জুন ২০২২ সোমবার

পদ্মা সেতু চালুর পর গাড়ির চাপ কমে যাওয়ায় শিমুলিয়া-মাঝিরকান্দি নৌপথের আটটি ফেরির মধ্যে দুটিকে সরিয়ে নেওয়া হচ্ছে।

সোমবার দুপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) মাঝিরকান্দি ঘাটের ইনচার্জ এনাম আহমেদ বলেন, ঘাটে যানবাহনের চাপ না থাকায় —সুফিয়া কামাল’ ও ‘বেগম রোকেয়া’ ফেরি দুটি আরিচা ঘাটে নিয়ে যাওয়া হয়েছে।

শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধনের পর রোববার ভোর ৬টা থেকে যান চলাচলের জন্য তা খুলে দেওয়া হয়। এর প্রভাব পড়েছে ফেরি, লঞ্চ ও স্পিডবোট ঘাটে।

শিমুলিয়া-মাঝিরকান্দি নৌপথের ঘাট এলাকা অনেকটাই যানবাহন ও কোলাহলমুক্ত। যানবাহনের অভাবে রোববার ঘাট থেকে কোনো ফেরি ছাড়েনি বলে জানায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। 

এএইচএস