মুম্বাইয়ে চারতলা ভবন ধসে ১ জনের মৃত্যু
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:০০ এএম, ২৮ জুন ২০২২ মঙ্গলবার
ভারতের মুম্বাইয়ে কুর্লারে অবস্থিত আবাসিক ভবনের একটি শাখা মধ্যরাতে ভেঙে পড়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত এতে ১ জনের মৃত্যু হয়েছে। আরও ১১ জন আহত হয়েছেন। তাছাড়াও এখনও অন্তত পাঁচ জন নিচে চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই সময় ওই ভবনে প্রায় ২১ জন ছিলেন। এখন ধ্বংসাবশেষ অপসারণের কাজ চলছে।
সোমবার (২৭ জুন) রাত ১১.৩০ নাগাদ মুম্বাইয়ের কুর্লার নায়েক নগর সোসাইটির একটি চারতলা ভবনের সংযুক্ত অংশ ভেঙে পড়ে। মঙ্গলবার সকালেও উদ্ধার অভিযান চলছিল। এখনও ধ্বংসাবশেষ আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা করছে দমকল বাহিনী।
এ বিষয়ে স্থানীয়রা বলেছেন যে, বিল্ডিংয়ের বাসিন্দাদের ভবনটি খালি করার জন্য নোটিশ দেওয়া হয়েছিল, তবে তারা সেই নির্দেশ পালন করেননি। এবং এখনও ওই ভবনের মালিক কে তা জানা যায়নি।
সূত্রঃ এনডিটিভি
আরএমএ