ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫,   মাঘ ২ ১৪৩১

মৌলভীবাজারে আটোচালককে গলা কেটে হত্যা

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১১:২৯ এএম, ২৮ জুন ২০২২ মঙ্গলবার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক সিএনজি অটোচালকের গলাকাটা মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে কাকিয়া বাজার এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত সিএনজি চালক মো: জামু মিয়া (৪৫) উপজেলার কালাপুর ইউনিয়নের সিরাজনগর গ্রামের শান্তি পাড়া এলাকার মৃত বারিক মিয়ার ছেলে।

শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, মঙ্গলবার সকালে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃত দেহ উদ্ধার করা হয়েছে। ভোর রাতের কোন এক সময় দুষ্কৃতকারীরা তাকে গলা কেটে হত্যা করতে পারে।

তিনি জানান, এলাকাবাসীর কাছ থেকে জানা গেছে জামু মিয়া সুদের ব্যবসা করতেন। খুব ভোরে বাড়ি থেকে বেড়িয়ে আসেন তিনি।

নিহতের ভাতিজা জসিম আহমদ জানান, বর্তমানে সিএনজি অটো চালানো কমিয়ে বর্গা চাষী হিসেবে কৃষি কাজ করতেন। তার দুটি বিয়ে, বর্তমানে দ্বিতীয় বউয়ের সাথে সংসার করতেন।

শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ শামীম অর রশিদ তালুকদার জানান, এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার রহস্য উদঘাটন করে আসামিদের আটক করতে মাঠে নেমেছে পুলিশ।

এএইচ