যুক্তরাষ্ট্রজুড়ে ৮০০ ফ্লাইট বাতিল
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:০৯ পিএম, ২৮ জুন ২০২২ মঙ্গলবার
যুক্তরাষ্ট্রজুড়ে অন্তত ৮০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। যার মধ্যে দেশটির ডেল্টা এয়ারলাইন্স একাই বাতিল করেছে ২২৪টি ফ্লাইট।
স্থানীয় সময় সোমবার বিকেলে ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটওয়্যারের বরাত দিয়ে এ খবর জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।
এর আগে শনিবার এবং রোববার দেড় হাজারের বেশি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয় দেশটিতে।
এদিন বাতিলকৃত ফ্লাইটের মধ্যে দেশটির রিপাবলিক এয়ারওয়েজ ১৯৬টি, ইউনাইটেড এয়ারলাইন্স বাতিল করেছে ১২৮টি ফ্লাইট। আমেরিকান এয়ারলাইন্স বাতিল করেছে ৬২ ফ্লাইট।
একইসঙ্গে অন্যান্য কয়েকটি বিমান কোম্পানিও নিজেদের ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নেয়।
প্রতিকূল আবহাওয়া ও কর্মীদের ঘাটতি থাকায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছে কোম্পানিগুলো।
চলতি গ্রীষ্মে ভ্রমণ চাহিদা বৃদ্ধির পরও ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত কোম্পানিগুলোর সক্ষমতাকে আঘাত করেছে। সূত্র: সিএনএন।
এনএস//