নওগাঁয় সড়কে নিহত ৪ শিক্ষকের স্মরণে শোকসভা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:৩২ পিএম, ২৮ জুন ২০২২ মঙ্গলবার
নওগাঁয় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত চার শিক্ষকসহ ৫ জনের রুহের মাগফিরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় নিয়ামতপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়ামে শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শোক সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন মন্ডল, নাদিরা বেগম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার জাকির হোসেন, উপজেলা শিক্ষা অফিসার শহিদুল আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি নূরুল ইসলাম, নিয়ামতপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মমতাজ হোসেন মন্ডল, নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম।
এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শেষে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।
গত ২৪ জুন সকালে জেলার নিয়ামতপুর উপজেলা ৫ শিক্ষক একটি সিএনজিযোগে নওগাঁ জেলা সদরে শিক্ষক প্রশিক্ষনে অংশ নেওয়ার জন্য আসার পথে নওগাঁ-রাজশাহী মহাসড়কের নওগাঁ সদর উপজেলার বাবলাতলি মোড় নামক স্থানে মুরগির খাদ্যবাহী ট্রাক চাঁপায় শিক্ষক দেলোয়ার হোসেন(৪৫), মকবুল হোসেন (৫৮), জান্নাতুল ফৈরদৌস (৩৫), মো. লেলিন সরকার (২৭) ও সিএনজি চালক সেলিম হোসেন(৪৫) নিহত হন।
কেআই//