ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

সিরিয়ায় আল-কায়েদা নেতাকে হত্যার দাবি যুক্তরাষ্ট্রের

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ০৯:০৫ এএম, ২৯ জুন ২০২২ বুধবার

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী আল-কায়েদা-সংযুক্ত গ্রুপের বড় নেতা আবু হামজাহ আল ইয়েমেনিকে লক্ষ্য রেখে সিরিয়ার ইদলিব প্রদেশে একটি অভিযান চালানো হয়েছে। সামরিক বাহিনী’র এই অভিযানে সেই বড় নেতার মৃত্যু হয়েছে বলেও দাবি করা হচ্ছে। 

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে বলেছে, “ সোমবারের হামলাটি আল-কায়েদা-সংযুক্ত হুররাস আল-দিনের "সিনিয়র নেতা" আবু হামজাহ আল ইয়েমেনিকে লক্ষ্য করে করা হয়েছিলো। তখন তিনি মোটরসাইকেলে একা ভ্রমণ করছিলেন।”

বিবৃতিতে তিনি আরও বলেন, “এই সিনিয়র নেতাকে অপসারণ মার্কিন নাগরিকদের, আমাদের অংশীদারদের এবং বিশ্বজুড়ে নিরপরাধ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হামলা চালানো ক্ষেত্রে আল-কায়েদার ক্ষমতাকে ব্যাহত করবে।”

তিনি জানান, প্রাথমিক পর্যালোচনা বেসামরিক হতাহতের কোন খবর নেই।

সিরিয়ান বেসামরিক প্রতিরক্ষা ব্যবস্থা এক টুইট বার্তায় জানিয়েছে যে, মধ্যরাতের কিছু আগে ওই আল কায়েদা নেতার মোটরসাইকেল লক্ষ্য করে দুটি রকেট নিক্ষেপ করা হয়েছে। 

তার মরদেহ ইদলিব শহরের ফরেনসিক বিভাগে স্থানান্তরিত করা হয়েছে বলে গণমাধ্যম সূত্রে জানা গেছে।

প্রসঙ্গত, হুরাস আল-দিন ২০১৮ সালে আল-কায়েদা সমর্থকদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল।

সূত্রঃ আলজাজিরা
আরএমএ