ঢাকা, মঙ্গলবার   ৩১ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১৬ ১৪৩১

গ্রামীণ টেলিকমের মামলার সমঝোতা নিয়ে হাইকোর্টের প্রশ্ন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৫৬ পিএম, ৩০ জুন ২০২২ বৃহস্পতিবার

ড. ইউনুসের গ্রামীণ টেলিকমের মামলার সমঝোতা ঘিরে প্রশ্ন উঠেছে হাইকোর্টে। বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের কোম্পানি বেঞ্চ চাকরিচ্যুত শ্রমিকদের আইনজীবীর ফিস নিয়ে প্রশ্ন তোলেন।

শ্রমিকদের আইনজীবীকে অর্থের বিনিময়ে হাত করে মামলায় আপস করতে বাধ্য করা হয়েছে কিনা প্রশ্ন রাখে আদালত। বলা হয়, বাংলাদেশ শুধু নয়, উপমহাদেশে এমন কোন আইনজীবী নেই যার ফিস ১২ কোটি টাকা হবে। 

আদালত ড. ইউনুসের আইনজীবীকে জিজ্ঞাসা করেন, আপনি কত টাকা ফিস নিয়েছেন? তখন ওই আইনজীবী জানান তিনি ২০ লাখ টাকা নিয়েছেন। চাকরিচ্যুত শ্রমিকদের আইনজীবী কিভাবে ১২ কোটি টাকা নেন সে প্রশ্ন তোলে আদালত। 

এরপর আদালত শ্রমিকদের কে কত টাকা ক্ষতিপূরণ পেয়েছে তার তালিকা দাখিল করার নির্দেশ দেয়। সেই সাথে এ সংক্রান্ত নথিও দাখিল করতে বলা হয়েছে। 

গ্রামীণ টেলিকমের বিরুদ্ধে এ মামলায় ৪৩৭ কোটি টাকা ক্ষতিপূরণ সংশ্লিষ্ট ফান্ডে দেয়া হয়েছে। 

এএইচ