ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪১ এএম, ১ জুলাই ২০২২ শুক্রবার

ঈদকে সামনে রেখে শুক্রবার থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। আগামী ১০ জুলাই ঈদের দিন ধরে ট্রেনের আগাম টিকিট বিক্রি হচ্ছে। 

এবার টিকিট কিনতে দেখাতে হবে জাতীয় পরিচয়পত্র। রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

জানা যায়, ১ থেকে ৫ জুলাই পর্যন্ত ৫০ ভাগ টিকিট পাওয়া যাবে টিকিট কাউন্টারে এবং ৫০ ভাগ টিকিট মিলবে অনলাইনে।

১ জুলাই ৫ জুলাইয়ের, ২ জুলাই ৬ জুলাইয়ের, ৩ জুলাই ৭ জুলাইয়ের, ৪ জুলাই ৮ জুলাইয়ের এবং ৫ জুলাই ৯ জুলাইয়ের টিকিট বিক্রি হবে। 

প্রতিদিন সকাল ৮টা থেকে একই সঙ্গে কাউন্টার ও অনলাইনে টিকিট বিক্রি হবে। 

এবারও কমলাপুর ছাড়াও রাজধানীর তেজগাঁও, বিমানবন্দর, বনানী ও গুলিস্তানের পুরানো রেলস্টেশনে একযোগে টিকিট বিক্রি হবে বলেও জানা গেছে।

এদিকে কোরবানির ঈদকে ঘিরে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরুর একদিন আগে বৃহস্পতিবার থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে টিকেট প্রত্যাশীদের চাপ বেড়েছে।

শুক্রবার আগাম টিকেট বিক্রির প্রথম দিন ৫ জুলাইয়ের টিকেট বিক্রি হচ্ছে। তবে ভোগান্তি এড়াতে অনেকে একদিন আগের টিকেটের জন্য এসেছেন বলে জানান কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মাসুদ সারওয়ার।

তিনি বলেন, “বৃহস্পতিবার ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরুর আগের দিন। এ দিন থেকেই কাউন্টারগুলোতে টিকিটপ্রত্যাশীর সংখ্যা বেড়ে গেছে।”

এসএ/