ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

চুয়াডাঙ্গায় সড়কে গাছ ফেলে ডাকাতদের ঘণ্টাব্যাপী তাণ্ডব, আহত ১০

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ০৯:০৬ এএম, ১ জুলাই ২০২২ শুক্রবার

ঘটনাস্থলের একটি চিত্র

ঘটনাস্থলের একটি চিত্র

চুয়াডাঙ্গায় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুট করেছে সংঘবদ্ধ ডাকাতদল। সড়কে গাছ ফেলে পথ অবোরধ করে ঘণ্টাব্যাপী এ লুটপাটের তাণ্ডব চালায় সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা। 

বৃহস্পতিবার (৩০ জুন) রাত সাড়ে ৮টায় চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের সড়াবাড়িয়া শালিকচড় মাঠে এ ডাকাতির ঘটনা ঘটে। 

এ সময় ডাকাত দলের সদস্যদের মারধরে ভুক্তভোগী ১০ জন পথচারী আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা পুলিশের কর্মকর্তারা।

বিশিষ্ট ঠিকাদার ও সুপার ব্রীকসের স্বত্বাধিকারী আব্দুল ওয়াহেদ জানান, বৃহস্পতিবার রাতে তিনি সরোজগঞ্জ বাজার থেকে ব্যক্তিগত প্রাইভেটকার যোগে বাড়ি ফিরছিলাম। এ সময় ডাকাতদল তার গাড়ির গতিরোধ করে। তাকে মারধর করে এবং তার কাছে থাকা ৯ লাখ টাকা ছিনিয়ে নেয়।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ছিল চুয়াডাঙ্গার সবচেয়ে বড় পশুহাট শিয়ালমারী বাজার। তবে প্রতি বৃহস্পতিবার হাট উপলক্ষে পুলিশের টহল থাকলেও ঘটনার সময় টহল টিম ছিল না। এ বিষয়ে তারা পুলিশের ওপর উষ্মা প্রকাশ করেন।

আলমডাঙ্গা থানার জোড়গাছা গ্রামের শহিদুল হকের ছেলে গরু ব্যবসায়ী আব্দুল হক আজাদ বলেন, আমরা শিয়ালমারী পশুহাট থেকে মোটরসাইকেলযোগে ফেরার সময় সড়াবাড়ীয়া মাঠের মধ্যে পৌঁছলে ডাকাতির কবলে পড়ি। আমার কাছে থাকা ব্যাগে ১৪ লাখ টাকা ছিল, দেশিয় ধারালো অস্ত্র দেখিয়ে তা ছিনিয়ে নেয়।

ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাহা (মিথুন), ঝিনাইদহের সেনেটারী ব্যবসায়ী মিলন, রনি সাহা ও ঠিকাদার এমএম এন্টারপ্রাইজের মালিক রাজু জীবননগর থেকে প্রাইভেট যোগে ফেরার পথে ডাকাতের কবলে পড়েন। এ সময় তাদের কাছ থেকে ৮টি স্বর্ণের আংটি, লকেটসহ ১টি স্বর্ণের চেইন, ১টি ব্রেসলেটসহ আনুমানিক ১৫ ভরি স্বর্ণ ও নগদ ৫১ হাজার টাকা ছিনিয়ে নেয়।

এছাড়াও চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি গ্রামের খোকনের কাছ থেকে নগদ ৫ হাজার টাকা, তেঘরী গ্রামের তৈমুরের কাছ থেকে ২ হাজার টাকা, সড়াবাড়িয়ার বিশারত ও মন্টুর কাছ থেকে ২০ হাজার টাকা, সুজায়েতপুর গ্রামের ডাক্তার মিলন হোসেনের কাছ থেকে ২ হাজার টাকা, বাটিকাডাঙ্গা গ্রামের শ্যামল ও কামাল কাছ থেকে ২ হাজার টাকা।

ডাকাতির এসব দৃশ্য দূর থেকে দেখে অনেকে দৌড় দিয়ে পালিয়ে যান এবং চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসেন। অবস্থা বেগতিক দেখে ডাকাত দল পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা মাঠের মধ্য থেকে একটি মালিকবিহীন পাখিভ্যান উদ্ধার করে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক ও দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইসএম লুৎফুল কবীর।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম লুৎফুল কবীর বলেন, সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে বলে শুনেছি। খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসেছি। কি পরিমাণ টাকা নিয়েছে এখনই বলা যাচ্ছে না। অভিযুক্তদের ধরতে পুলিশ কাজ করছে।

অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক বলেন, বিষয়টা খুবই অপ্রত্যাশিত। তবে এ ঘটনায় আইনত ব্যবস্থা নেয়া হবে।

এনএস//