ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩০ পিএম, ১ জুলাই ২০২২ শুক্রবার

বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচি উদযাপন করা হচ্ছে। শুক্রবার বিকালে শহরের গোবিন্দনগর মন্দির প্রাঙ্গণে এবং মুন্সিরহাট ইসকন মন্দির প্রাঙ্গণসহ বেশ কয়েকটি মন্দিরে পৃথকভাবে ভক্তদের নিয়ে মহানামযজ্ঞ, রথযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত।  

এর মধ্যে গোবিন্দজিউ মন্দির থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আশ্রমপাড়া রামকৃষ্ণ মন্দিরে গিয়ে শেষ হয়। অপরদিকে আরও একটি শোভাযাত্রা গোবিন্দনগর শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে গিয়ে অবস্থান নেয়। রথযাত্রায় সনাতন ধর্মালম্বী হাজারো নারী ও পুরুষ অংশ নেন। 

গোবিন্দজিউ মন্দির কমিটি ও আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকন আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, মুন্সিরহাট ইসকন প্রচার কেন্দ্রের সভাপতি নারায়ণ চন্দ্র আগরওয়ালা, ইসকন বাংলাদেশের সহ-সভাপতি ও গড়েয়া ইসকন মন্দিরের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি বিনয় স্বামী মহারাজ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, মহিলা আওয়ামী লীগের সভাপতি দ্রৌপদী দেবী আগারওয়ালা, জেলা যুব লীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রবীর কুমার গুপ্ত বুয়া, তপন কুমার ঘোষ, অশোক কুমার ঘোষ, গড়েয়া ইসকন মন্দিরের সহকারী অধ্যক্ষ কংসহস্ত দাস সহ অন্যান্যরা।

রথযাত্রা যেখানে যেখানে অবস্থান নিয়েছে সেখানে সাত দিনব্যাপী সনাতন ধর্মসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মাল্টিমিডিয়া সেমিনার, পদাবলী কীর্তন, বৈদিক নৃত্য, নাটক, চলচ্চিত্র, ছাত্র-ছাত্রীদের পারমার্থিক কুইজ প্রতিযোগিতা, আরতি কীর্তন ও মহা হরিনাম সংকীর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সাতদিন পর উল্টো রথের মধ্য দিয়ে পুনরায় একই স্থানে গিয়ে রথযাত্রা মহোৎসব শেষ হবে। 
কেআই//