ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

বিদেশ যেতে স্বাস্থ্য পরীক্ষায় অযোগ্য, যুবকের আত্মহত্যা

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৪৭ এএম, ২ জুলাই ২০২২ শনিবার

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিদেশ যেতে স্বাস্থ্য পরীক্ষায় অযোগ্য হয়ে মো. হেলাল উদ্দিন (৩৮) নামে ‘হতাশাগ্রস্ত’ এক যুবক আত্মহত্যা করেছেন।

শুক্রবার (১ জুলাই) চরএলাহী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত মো. হেলাল উদ্দিন চরএলাহী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত ফজল হকের ছেলে। 

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে মর্গে পাঠিয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান বলেন, দীর্ঘদিন দুবাই থেকে দেশে এসে অনেক ঋণগ্রস্ত হয়ে পড়েন হেলাল। এর আগে নদী ভাঙনে বাড়ি বিলীন ও ধার-দেনায় হতাশাগ্রস্ত ছিলেন তিনি। এদিকে আবার ঋণ করে বিদেশ যেতে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে অযোগ্য হয়ে বেশি মুসড়ে পড়েন হেলাল।

ওসি আরও জানান, বৃহস্পতিবার (৩০ জুন) রাতে হেলালের স্ত্রী ছেলেমেয়েদের নিয়ে বাবার বাড়িতে গেলে রাতে ঘরে একা ছিলেন হেলাল। পরে রাতের কোনো এক সময় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

স্থানীয় ইউপি সদস্য মো. বাহার উদ্দিন জানান, “হেলালদের আগে সব কিছু ছিল। নদী ভাঙনে সব নিঃস্ব হয়ে যায়। নতুন বাড়ি করতে গিয়ে অনেক দেনা হয়ে যায় সে। বিদেশ থেকে এসে অভাবে থাকলেও কাউকে কিছু বুঝতে দেননি। হেলাল মানুষ হিসেবে অনেক ভালো ছিলেন।”

এএইচ