ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির উন্নতি

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১০:৩১ এএম, ২ জুলাই ২০২২ শনিবার

নদ-নদীর পানি হ্রাস অব্যাহত থাকায় কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। ধরলা ও দুধকুমারের পানি হ্রাস পেয়ে বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। 

তবে এখনও দুর্ভোগে রয়েছে দ্বিতীয় দফায় বন্যাকবলিত পরিবারগুলো। এসব এলাকায় ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। নিজেদের খাবারের পাশাপাশি পালিত গবাদিপশুর খাদ্য সংকটে বন্যাদুর্গতরা।

স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, উজানের ঢল কমে যাওয়ায় এবং স্থানীয়ভাবে তেমন বৃষ্টিপাত না হওয়ায় নদ-নদীর পানি হ্রাস অব্যাহত রয়েছে।

এএইচ