ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

রথ টেনে সম্প্রীতির বার্তা নুসরাতের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:৪৪ পিএম, ২ জুলাই ২০২২ শনিবার | আপডেট: ০১:৫০ পিএম, ২ জুলাই ২০২২ শনিবার

বিভেদের বেড়াজালে নিজেকে আঁটকে না রেখে রথের দড়িতে হাত লাগিয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। ২০২২-এর হিন্দু ধর্মালম্বীদের রথ যাত্রা উৎসবে স্কনের আয়োজিত রথের দড়ি টেনে সম্প্রীতির বার্তা ছড়িয়েছেন এই অভিনেত্রী। তিনি যে ধর্মীয় ভেদাভেদ মানেন না, এর মধ্য দিয়ে আবারও সে বার্তা দিলেন। 

শুক্রবার (১ জুলাই) রথযাত্রায় কলকাতার বালিগঞ্জ ইস্কন মন্দিরের রথ টানতে দেখা গেল তাকে। দেশজুড়ে যখন ধর্মীয় ভেদে উত্তপ্ত পরিবেশ তখনই আবারও সর্বধর্মসমন্বয়ের নজির গড়লেন এই সাংসদ-তারকা। এ দিন তার সঙ্গে রথ টানতে দেখা গিয়েছে আরেক বিধায়ক-অভিনেতা-প্রযোজক সোহম চক্রবর্তীকেও।

এদিন পেলব গেরুয়া রঙের সালোয়ার-কামিজে নিজেকে সাজিয়েছেন নায়িকা। রথ টানার পাশাপাশি ফুল ছড়াতেও দেখা গিয়েছে তাকে। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও রথ টানতে দেখা গিয়েছে নুসরাতকে।

বরাবর হিন্দু ধর্মের যাবতীয় অনুষ্ঠানে সক্রিয় নুসরাত। অষ্টমীর অঞ্জলি, ঢাক বাজানো, দশমীর সিঁদুর খেলা এবং রথযাত্রায় রথ চালানো, সবেতেই অংশ নিয়েছেন। যদিও তার এই আচরণ বিতর্কের জন্ম দিয়েছে। তবু থামেননি তিনি। 
সূত্র: আনন্দবাজার অনলাইন
আরএমএ/ এসএ/