ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

মাদ্রাসায় শুরু ঈদের ছুটি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:৪৬ পিএম, ২ জুলাই ২০২২ শনিবার

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শনিবার থেকে মাদ্রাসায় ছুটি শুরু হয়েছে।  রোববার থেকে সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং সোমবার থেকে সরকারি-বেসরকারি কলেজে ঈদের ছুটি শুরু হচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুলের ছুটির তালিকা, সরকারি-বেসরকারি কলেজের ছুটির তালিকা ও মাদ্রাসা শিক্ষা অধিদফতর থেকে প্রকাশিত মাদ্রাসার ছুটির তালিকা থেকে এসব তথ্য জানা গেছে।

মাদ্রাসার ঈদের ছুটি শেষ হবে ১৪ জুলাই।  পরদিন শুক্রবার হওয়ায় ১৬ জুলাই (শনিবার) থেকে মাদ্রাসায় ক্লাস শুরু হবে।

অপরদিকে ৩ জুলাই থেকে সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুলগুলোতে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়ে ১৯ জুলাই পর্যন্ত চলবে।

আর সরকারি-বেসরকারি কলেজে ঈদের ছুটি ৪ জুলাই থেকে শুরু হয়ে ১৪ জুলাই পর্যন্ত চলবে।  পরদিন শুক্রবার হওয়ায় ১৬ জুলাই থেকে সরকারি-বেসরকারি কলেজে ক্লাস শুরু হবে।

এদিকে গত মঙ্গলবার থেকে দেশের প্রাথমিক বিদ্যালয়ের ছুটি শুরু হয়েছে।  গ্রীষ্মকালীন ছুটি এবং ঈদুল আজহা ও আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে ১৬ জুলাই পর্যন্ত শ্রেণিকক্ষে সরাসরি পাঠদান বন্ধ থাকবে।

এমএম/