জয়পুরহাটে মাসব্যাপী তাঁতবস্ত্র ও কুটির শিল্প পণ্য মেলার উদ্বোধন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:৫৪ পিএম, ২ জুলাই ২০২২ শনিবার
জয়পুরহাট জেলার সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন জয়পুরহাট প্রেসক্লাব এর উদ্যোগে কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল মাঠে মাসব্যাপী তাঁতবস্ত্র, হস্ত ও কুটির শিল্প মেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে মেলার উদ্বোধন করেন জয়পুরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর।
জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জয়পুরহাট চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি ও রুকিন্দিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান কবীর এপ্লব, জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রতন কুমার খাঁ, সহ-সভাপতি শাহাদুল ইসলাম সাজু, সহ-সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাবেক সাধারণ সম্পাদক গাজী টিভি প্রতিনিধি খ.ম আবদুর রহমান রনি প্রমুখ।
বক্তারা বলেন, জয়পুরহাটে শুরু হওয়া মাসব্যাপী তাঁতবস্ত্র, হস্ত ও কুটির শিল্প মেলা জেলাবাসীর সুস্থ বিনোদনের জন্য বিশেষ ভুমিকা রাখবে। এছাড়া শিশু-কিশোরদের বিনোদনের জন্য বিভিন্ন খেলাধুলার ব্যবস্থা থাকবে। মেলায় পরিবারের সকলকে নিয়ে যেন কিছুটা সময় কাটানো যায় সে ব্যবস্থা করা হয়েছে।
কেআই//