ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

বন্যায় আরও ৭ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:২৯ পিএম, ৩ জুলাই ২০২২ রবিবার

সারাদেশে বন্যায় আরও ৭ জনের প্রাণহানি ঘটেছে। এ নিয়ে বন্যায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১০২ জনে। এর মধ্যে সিলেটেই মারা গেছেন ৫৬ জন, রংপুর বিভাগে ১০ জন এবং ৩৫ জন ময়মনসিংহ বিভাগে। 

রোববার (৩ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বন্যা বিষয়ক এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। 

এছাড়া বন্যার কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৬৬২ জন। এর মধ্যে ডায়রিয়ায় আক্রান্ত ৭ হাজার ৪৮৬ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ১৭ মে থেকে ৩ জুলাই পর্যন্ত- সিলেট জেলায় ১৮ জন, সুনামগঞ্জে ২৮ জন, হবিগঞ্জে ৫ জন, মৌলভীবাজারে ৫ জন, টাঙ্গাইলে ১ জন, ময়মনসিংহে ৬ জন, নেত্রকোনায় ১৩ জন, জামালপুরে ৯ জন, শেরপুরে ৭ জন, কুড়িগ্রামে ৪ জন এবং লালমনিরহাটে ৬ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।

এনএস//