ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

রপ্তানি আয় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:০৭ পিএম, ৩ জুলাই ২০২২ রবিবার | আপডেট: ০৮:০৯ পিএম, ৩ জুলাই ২০২২ রবিবার

দেশের ইতিহাসে সদ্যসমাপ্ত ২০২১-২২ অর্থবছরে রফতানি আয়ের মাইলফলক অর্জন করেছে বাংলাদেশ।

এ সময়ে বাংলাদেশ আন্তর্জাতিক বাজারে ৫ হাজার ২০৮ কোটি ২৬ লাখ ৬৬ হাজার মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে, যা এর আগের বছরের তুলনায় ৩৪ দশমিক ৩৮ শতাংশ বেশি। একইসাথে আলোচ্য সময়ে রপ্তানি আয় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে।

রপ্তানি উন্নয়ন ব্যুারোর (ইপিবি) হালনাগাদ পরিসংখ্যান থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ইপিবির তথ্যমতে, গত ২০২০-২১ অর্থবছরে পণ্য রপ্তানির পরিমাণ ছিল ৩ হাজার ৮৭৫ কোটি ৮৩ লাখ ডলারের। সদ্যবিদায়ী অর্থবছরে মূলত পোশাক রপ্তানির ওপর ভর করে সেটি বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২০৮ কোটি ২৬ লাখ ৬৬ হাজার মার্কিন ডলার। 

তবে মোট রপ্তানির ৮১ দশমিক ৮১ শতাংশই তৈরি পোশাক পণ্য থেকে এসেছে। এ পণ্যটির রপ্তানির অর্থমূল্য ছিল ৪ হাজার ২৬১ কোটি ৩১ লাখ ৫০ হাজার ডলার। ২০২০-২১ এর তুলনায় ২০২১-২২ অর্থবছরে তৈরি পোশাকের রপ্তানি আয় বেড়েছে ৩৫ দশমিক ৪৭ শতাংশ।

সদ্যবিদায়ী অর্থবছরে পণ্য রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৪ হাজার ৩৫০ কোটি ডলার। এর বিপরীতে যে অর্থমূল্যের পণ্য রপ্তানি হয়েছে, সেটি লক্ষ্যমাত্রার তুলনায় ১৯ দশমিক ৭৩ শতাংশ বেশি।

এদিকে, সদ্যমাপ্ত অর্থবছরের শেষ মাস জুনে বাংলাদেশ পণ্য রপ্তানি থেকে আয় করেছে ৪৯০ কোটি ৮০ লাখ ৩০ হাজার ডলার। আগের অর্থবছরের জুন মাসের তুলনায় রপ্তানি বেড়েছে ৩৭ দশমিক ১৯ শতাংশ।

এসি