বরিশাল নৌবন্দরে দুর্নীতির দায়ে ৩ কর্মী বরখাস্ত
বরিশাল প্রতিনিধি
প্রকাশিত : ০৩:০৭ পিএম, ৪ জুলাই ২০২২ সোমবার
বরিশাল নদীবন্দরে বিক্রি করে দেওয়া টিকেট সংরক্ষণে দুর্নীতির দায়ে বিআইডব্লিউটিএ’র তিন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শনিবার (২ জুলাই) এক অফিস আদেশে বলা হয়, “দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ ও অর্থ আত্মসাতের” অভিযোগ ওঠায় তাদের সাময়িক বরখাস্ত করা হলো।
বরখাস্তরা হলেন শুল্ক আদায়কারী মো. ফারুক সর্দার, মাসুদ হোসেন খান এবং মো. মনির হোসেন।
জানা যায়, গত ২৮ জুন বরিশাল নদীবন্দরে অভিযান চালায় দুদকের একটি দল। অভিযানে নদী বন্দরের ২ নম্বর কাউন্টারে বিক্রি করা ৮৬৩টি টিকেট ড্রয়ার ও ঝুলিয়ে রাখা ব্যাগ থেকে উদ্ধার করা হয়। অভিযোগ আছে, ওইসব টিকেট যাত্রীদের কাছে ফের বিক্রি করার জন্য রাখা হয়েছিল।
অন্যদিকে, এক নম্বর কাউন্টারে বিক্রি হওয়া টিকেটের দামের চেয়ে বেশি টাকা পাওয়া যায়। একই টিকেট একাধিকবার বিক্রি করে বাড়তি টাকা আদায় করা হয়েছে বলে ধারণা দুদক কর্মকর্তাদের।
বিআইডব্লিউটিএর পরিচালক ওয়াকিল নেওয়াজ এ বিষয়ে বলেন, “এ ঘটনায় ইতিমধ্যে বরিশাল বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমানকে বদলি করা হয়েছে। আরও ১২ জনকে বদলি করা হচ্ছে।”
আরএমএ