জাতীয় নির্বাচনে সেনা মোতায়েন নয় বরং স্ট্রাইকিং ফোর্স হিসাবে থাকবে
প্রকাশিত : ০৫:০১ পিএম, ২ জুলাই ২০১৭ রবিবার | আপডেট: ০৮:০৮ পিএম, ২ জুলাই ২০১৭ রবিবার
জাতীয় নির্বাচনে সেনা মোতায়েন নয় বরং স্ট্রাইকিং ফোর্স হিসাবে থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে, চক্রান্তের রাজনীতি করে বিএনপি সফল হবে না বলে মন্তব্য করেছেন ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।
সচিবালয়ে ঈদ-উল-ফিতর পরবর্তী পর্যালোচনা সভা করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ’সময় জাতীয় নির্বাচনে সেনা মোতায়েন প্রসঙ্গে কথা বলেন তিনি।
সভায় লাল-নীল বাতি আর হর্ণ বাজিয়ে চলাচল বন্ধ করতে ভিআইপিদের নির্দেশনা দেন তিনি। সেই সঙ্গে যারা ভুয়া ভিআইপি স্টিকার ব্যবহার করছে, তাদের ব্যাপারে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের তাগিদ দেন সড়ক পরিবহন মন্ত্রী।
এদিকে, ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সভা করেছেন ১৪ দলের নেতারা। পরে স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, অহেতুক মাঠ গরম করার জন্য মিথ্যাচার করছে বিএনপি। তবে, তাদের চক্রান্তের রাজনীতি সফল হবে না।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল ঐব্যবদ্ধ হয়ে জনগণের ভোটে আবারও জয়ী হবে বলে আশা প্রকাশ করেন তিনি।