ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১২ ১৪৩১

কোভিডে আরও ৭ মৃত্যু 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:০৫ পিএম, ৫ জুলাই ২০২২ মঙ্গলবার

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু বেড়ে দাঁড়ালো ২৯ হাজার ১৮১ জনে।

একইসঙ্গে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৯৯৮ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১৯ লাখ ৮২ হাজার ৯৭২ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৬ দশমিক ৭৪ শতাংশ।

মঙ্গলবার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আগের ২৪ ঘণ্টায় করোনায় ১২ জনের মৃত্যুর পাশাপাশি শনাক্ত হয়েছিল ২ হাজার ২৮৫ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত রোগীদের মধ্যে থেকে সুস্থ হয়েছেন ৪৯৪ জন। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট সুস্থ রোগীর সংখ্যা ১৯ লাখ ৯ হাজার ২৭৩ জন।

একদিনে ১১ হাজার ৮৮২টি নমুনা সংগ্রহের বিপরীতে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে ১১ হাজার ৯৩২টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৬ দশমিক ৭৪ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৭ জনের মধ্যে ৫ জনই ঢাকা বিভাগের। এছাড়া রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের রয়েছেন একজন করে। মারা যাওয়া ৭ জনই পুরুষ।

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

এমএম/