ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

অটোমোবাইল রিপোর্টাস ফোরাম-এর সভাপতি মিজান সম্পাদক আজাদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৪৯ পিএম, ৫ জুলাই ২০২২ মঙ্গলবার

দেশের অটোমোবাইল খাতের উন্নয়নে সময়োপযোগী প্রতিবেদন ও গবেষণার মাধ্যমে অবদান রাখার প্রত্যয় নিয়ে শীর্ষস্থানীয় কয়েকটি সংবাদপত্র ও অনলাইনের সাংবাদিকদের নিয়ে গঠিত হলো অটোমোবাইল রিপোর্টাস ফোরাম(এআরএফ)। সংগঠনটি বৃহস্পতিবার (৩০ জুন) রাজধানীর কারওয়ানবাজারে এক রেস্টুরেন্টে অনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। 

নবগঠিত কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আওয়াজ ডটকম ডটবিডি’র মিজানুর রহমান এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের অনলাইন হেড আজাদ বেগ। এছাড়া সহ-সভাপতি পদে রয়েছেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সিনিয়র রিপোর্টার মাহফুজুল্লাহ বাবু এবং বিবার্তা২৪ডটনেটের চিফ রিপোর্টার উজ্জ্বল এ গমেজ। 

কমিটির অন্যরা হলেন, যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল আজাদ আলিফ (দৈনিক প্রথম আলো), সাংগঠনিক সম্পাদক রেজওয়ান ফয়েজ (এটিএন নিউজ), কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম শান্ত (বিজটেক২৪ডটকম), তথ্য ও প্রচার সম্পাদক শাহজালাল রোহান (সারাদিন ডটনিউজ), দপ্তর সম্পাদক গাজী মনসুর আজিজ (দৈনিক আলোকিত বাংলাদেশ), সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মনিরুল ইসলাম মনি (মোহনা টিভি) এবং শিক্ষা ও গবেষণা সম্পাদক সাজেদুর রহমান (দৈনিক নতুন সময়)। 

এছাড়াও অনুষ্ঠানে সংগঠনটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

নবগঠিত কমিটির সভাপতি মিজানুর রহমান বলেন, আমরা সাংবাদিকরা সবাই নিজ নিজ মিডিয়া হাউজে অটোমোবাইল নিয়ে নিউজ করে থাকি। অনেক দিন থেকেই একটা সর্বজনীন প্লাটফর্ম তৈরি করার কথা ভাবছিলাম, যেখানে সবাই একসাথে অটোমোবাইল সেক্টর নিয়ে কাজ করা যাবে। এই সেক্টর উন্নয়নে গবেষণামূলক লেখালেখিতে উৎসাহ দিতে বিভিন্ন সচতেনামূলক প্রোগ্রাম, প্রতিযোগিতা, সভা, সেমিনার, কর্মশালা করা যাবে। মিডিয়ার সহকর্মী ভাইদের স্বতস্ফূর্ত সাড়া, অংশগ্রহণ এবং  আন্তরিক সহযোগিতায় আজ সেই ভাবনা একটা সাংগঠনিক রূপ লাভ করেছে। এর জন্য মিডিয়ার সহকর্মী ভাইদের আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আশা করছি, সকলের আন্তরিক সহযোগিতায় সংগঠনটি ধীরে ধীরে এগিয়ে যাবে।

সংগঠনটির সাধারণ সম্পাদক আজাদ বেগ বলেন, একটি দেশের যোগাযোগ ব্যবস্থা যত উন্নত, সে দেশ ততো উন্নত। যোগাযোগ ব্যবস্থার একটি অপরিহার্য অংশ হলো অটোমোবাইলস। তাই এই সেক্টরকে আরও সংগঠিতভাবে সামনে দিকে এগিয়ে নিয়ে দেশের যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে স্টেক হোল্ডারদের সঙ্গে কাজ করে যাবে এআরএফ।
কেআই//