এখনো জমে ওঠেনি কোরবানির পশুর হাট (ভিডিও)
মাহমুদ হাসান
প্রকাশিত : ০৯:৫৯ পিএম, ৫ জুলাই ২০২২ মঙ্গলবার
রাজধানীর কোরবানীর হাটগুলো এখনো জমে উঠেনি। তবে এসেছে বিশাল আকৃতির পশু। বাবু সাহেব, রাজা বাবু, বাংলার ডন ও বাংলার বস নামে গরুর দাম হাকা হচ্ছে পনের লাখ টাকা করে।
যার একেকটির ওজন ১২ থেকে ১৫শ’ কেজি। এছাড়া হাটে ওঠেছে চার লাখ টাকা দামের দুম্বা।
গাবতলী হাটে এসেছে হালকা গোলাপী রঙয়ের এই গরুটি। নাম বিগ-শো। ওজনে প্রায় ১৫’শ কেজি। দাম হাকা হয়েছে ১৫ লাখ টাকা। ঝিনাইদহ থেকে সুমন নামের এক বিক্রেতা গরুটি এনেছেন গাবতলির হাটে। সাথে আছে আরো নয় টি গরু।
সুমন বলেন, আমার গরু আছে ১০টা। তার মধ্যে তিনটা সবচেয়ে বড় গরু। একটার নাম বিগ শো, একটার নাম বাংলার ডন, আরকেটির নাম বাংলার বস।
মানিকগঞ্জ থেকে এসেছে ১২শ’ কেজি ওজনের মানিক। দাম ১৩ লাখ টাকা। মানিকের সাথে এর মালিক দিচ্ছেন রতনকে ফ্রি।
নাটোর পাবনা থেকেও এসেছে বারো থেকে পনেরো’শ কেজি ওজনের বেশ কয়েকটি বিশাল আকৃতির গরু। ক্রেতারা দাম হাকছেন বারো থেকে পনেরো লাখের মধ্যে। এর মালিক বলেন, এর নাম হলো রাজা বাবু। দাম চাচ্ছি ১২ লাখ টাকা।
গরুর পাশাপাশি মহিষের যোগানও বেশ ভালো। মোটাতাজা বেশ কয়েকটি মহিষ এরই মধ্যে তিন থেকে পাঁচ লাখ টাকায় বিক্রি হয়েছে গবিতলী হাটে।
প্রায় দু’শ কেজি ওজনের খাসি, নাম রাজা। দাম লাখের উপরে। হাটে ওঠেছে দুম্বা। প্রতিটির দাম সাড়ে চার লাখ টাকা।
কোরবানীর পশু থাকলেও ক্রেতা নেই বললেই চলে। তবে কয়েক দিনের মধ্যে হাট জমে উঠবে বলে আশাবাদি বিক্রেতারা।
এসি