ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

পাকিস্তানের প্রধানমন্ত্রী‌কে আম উপহার পাঠালেন শেখ হা‌সিনা

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ১০:৩৬ এএম, ৬ জুলাই ২০২২ বুধবার

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের জন্য এক হাজার কেজি আম পা‌ঠি‌য়ে‌ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুকন‌্যার পাঠা‌নো এ শু‌ভেচ্ছা উপহার পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের রাষ্ট্রাচার কর্মকর্তার কাছে হস্তান্তর ক‌রে‌ছে ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন।

ইসলামাবাদের বাংলাদেশ হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়ে‌ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই শুভেচ্ছা উপহার পাকিস্তানের পক্ষ থেকে সাদরে গ্রহণ করা হয়েছে। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উপহার দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি বিশেষ নজির হিসেবে বিবেচিত হবে বলে ম‌নে কর‌ছে ইসলামাবাদের বাংলাদেশ হাইকমিশন।

গতবছরও পাকিস্তানের প্রধানমন্ত্রীর জন্য হাঁড়িভাঙা আম পাঠিয়েছিলেন শেখ হাসিনা। ভারত, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কার রাষ্ট্র ও সরকার প্রধানদের জন্য পাঠানো হয় বাংলাদেশের আম। 

এসবি/