ঢাকা, শনিবার   ২১ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৬ ১৪৩১

ঘরমুখো মানুষের চাপ বাড়ছে দৌলত‌দিয়ায়

রাজবাড়ী প্রতি‌নি‌ধি 

প্রকাশিত : ০২:৩৯ পিএম, ৬ জুলাই ২০২২ বুধবার | আপডেট: ০৪:১৯ পিএম, ৬ জুলাই ২০২২ বুধবার

প‌বিত্র ঈদ-উল আযহার বাকী আর মাত্র ৩ দিন। এরই ম‌ধ্যে রাজধানী ছেড়ে প্রিয়জ‌নের সাথে ঈদ করতে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। ফলে দ‌ক্ষিণঞ্চা‌লের প্রবেশদ্বার দৌলত‌দিয়া চাপ বাড়ছে ঘরমুখো মানুষের।

বুধবার (৬ জুলাই) সকাল থে‌কে মা‌নিকগঞ্জের পাটু‌রিয়া ঘাট থে‌কে দৌলতদিয়ার উদ্দেশ্যে ছে‌ড়ে আসা প্রতি‌টি ফে‌রি‌ ও ল‌ঞ্চে ঘরমুখো মানুষদের পার হতে দেখা গেছে।

এ সময় ‌ফে‌রি‌তে যাত্রীবা‌হী যানবাহ‌নের পাশাপা‌শি অধিক সংখ‌্যক হারে মোটরসাই‌কেল আসছে। প্রায় প্রতি‌টি মোটরসাইকে‌লে ঝুঁকি নি‌য়ে নারী ও শিশসহ মালামাল বহন কর‌ছেন চালকরা।

দৌলত‌দিয়া প্রা‌ন্তে এসে যাত্রীরা ভোগা‌ন্তি ছাড়াই নি‌র্দিষ্ট গন্ত‌ব্যে পৌঁছুতে পারছেন। সড়‌কে নদী পা‌রের অপেক্ষায় সিরিয়ালে নাই কোন যানবাহন। তারপরও অগ্রা‌ধিকার ভি‌ত্তি‌তে যাত্রীবা‌হী ও পশুবা‌হী যানবাহন পারাপার করা হ‌চ্ছে। 

তবে, স্রোতের কার‌ণে ব‌্যাহত হ‌চ্ছে দৌলতদিয়া-পাটু‌রিয়া নৌরু‌টের ফে‌রি চলাচল। বর্তমানে এরু‌টে ছোট বড় ১৮‌টি ফে‌রি চলাচল কর‌ছে।

ভোগা‌ন্তি ছাড়া নিরাপ‌দে দৌলত‌দিয়া প্রান্তে আসতে পেরে খু‌শি যাত্রীরা।

এএইচ