ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

বিদ্যুৎ সাশ্রয়ে আলোকসজ্জা না করার আহ্বান প্রধানমন্ত্রীর

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ০৩:১৭ পিএম, ৬ জুলাই ২০২২ বুধবার | আপডেট: ০৩:৩২ পিএম, ৬ জুলাই ২০২২ বুধবার

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও যুক্তরাষ্ট্র-ইউরোপের অর্থনৈতিক নিষেধাজ্ঞা (ইকোনমিক স্যাংশন) বাস্তবতায় সবাইকে বিদ্যুৎ সাশ্রয়ী হতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এজন্য বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, কমিউনিটি সেন্টার, বিপণীবিতান, দোকানপাট, অফিস-আদালত এবং বাড়িঘরে আলোকসজ্জা না করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। 

বুধবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।


এর আগে সকালে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবস্থাপিত ‘শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর’, উদ্বোধন অনুষ্ঠান শেষে গণভবনে উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী একই নির্দেশনা দেন।

গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে বিদ্যুতের লোডশেডিং হচ্ছে।

বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী ওই অনুষ্ঠানেও কথা বলেন। 

তিনি বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে জ্বালানি সংকটে দেশে বিদ্যুঃকেন্দ্রগুলো চালাতে হিমশিম খেতে হচ্ছে। তাই লোডশেডিংয়ের বিকল্প নেই। 
এজন্য তিনি এলাকাভিত্তিক লোডশেডিংয়ের সূচিও করার নির্দেশনা দেন।  

এএইচএস