‘আনিসকে প্রলোভন দেখিয়ে বিনিয়োগে প্ররোচিত করেন আমিন’
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:৫৩ পিএম, ৬ জুলাই ২০২২ বুধবার | আপডেট: ০৪:১৬ পিএম, ৬ জুলাই ২০২২ বুধবার
জাতীয় প্রেসক্লাব চত্তরে নিজের শরীরে আগুন দিয়ে গাজী আনিসের মৃত্যুর ঘটনায় আত্মহত্যা প্ররোচনার মামলায় আমিন ম্যানুফ্যাকচারিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক নুরুল আমিন ও পরিচালক ফাতেমা আমিনকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (৬ জুলাই) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
এর আগে মঙ্গলবার সন্ধ্যার পর র্যাব-৩ এর একটি দল রাজধানীর উত্তরা থেকে তাদের গ্রেপ্তার করে।
সংবাদ সম্মেলনে র্যাব জানায়, ২০১৭ সালে আমিন গ্রুপের এই কর্ণধারদের সাথে সখ্যতার পর গাজী আনিসকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিনিয়োগের জন্য প্ররোচিত করা হয়। আর বিনিয়োগের অধিকাংশ টাকাই আনিস আত্মীয় স্বজনদের কাছ থেকে ধার করেন। কিন্তু এরপর লভ্যাংশসহ ন্যায্য পাওনা দিতে আসামিরা গড়িমসি করলে টাকা আদায়ে আনিস বিভিন্ন পদক্ষেপ নিয়েও ব্যর্থ হন।
পাওনাদারদের ঋণের চাপসহ মানসিক হতাশায় গত ৪ জুলাই শরীরে আগুন দিয়ে আনিস আত্মহত্যার চেষ্টা করেন বলে ধারণা করছে র্যাব।
খন্দকার আল মঈন বলেন, “গাজী আনিসের সঙ্গে লেনদেনে টাকার পরিমাণ নিয়ে আসামিদের আপত্তি আছে। লেনদেন হয়েছে তা তারা স্বীকার করেছেন। বিভিন্ন সময়ে চেকে ও নগদে ৭৬ লাখ টাকা পরিশোধ করেছেন। তবে গাজী আনিসের লভ্যাংশসহ ন্যায্য পাওনা তিন কোটি টাকা। এটা নিয়েই মূলত তাদের মধ্যে একাধিকবার বাগবিতণ্ডা হয়েছে।”
এর আগে মঙ্গলবার দুপুরে নিহত গাজী আনিসের ভাই নজরুল ইসলাম বাদী হয়ে নুরুল আমিন ও তার স্ত্রীর বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করেন।
এএইচ