ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

কুয়াকাটা সমুদ্রে মাছ শিকারের দায়ে ৩৯ জেলে আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:০৬ পিএম, ৬ জুলাই ২০২২ বুধবার

বঙ্গোপসাগরে চলমান ৬৫ দিনের মাছ শিকারের নিষেধাজ্ঞা অমান্য করায় কোস্ট গার্ড ও নৌ-পুলিশের পৃথক অভিযানে কুয়াকাটায় ৩৯ জেলেকে আটক করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। 

এসময় দু’টি মাছধরা ট্রলারসহ ১২ লাখ মিটার জাল ও ৩’শ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে আটককৃতদের ১ লাখ ৭৭ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। গত দু’দিন মঙ্গলবার ও বুধবার কলাপাড়া উপজেলার নিজামপুর স্টেশনের কোস্ট গার্ড ও কুয়াকাটা নৌ-পুলিশ এই অভিযান চালায়।

কোস্ট গার্ড ও নৌ পুলিশ জানায়, কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর থেকে মঙ্গলবার ৩০ জেলেকে আটকের পর ৮৭ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। সেই সঙ্গে জব্দকৃত মাছ বিক্রির ৫০ হাজার টাকা, দু’টি মাছ ধরা ট্রলারসহ ১২ লাখ মিটার জাল কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়। 

এছাড়া বুধবার সকালে নৌ-পুলিশ কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ শিকারের দায়ে ৯ জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। এসময় তাদের নিকট থেকে ৯০ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়েছে। এসব তথ্যের সত্যতা স্বীকার করেছেন কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা।
কেআই//