গাজীপুরে ঈদে ঘরমুখী মানুষের ভিড়
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত : ১০:২৪ এএম, ৭ জুলাই ২০২২ বৃহস্পতিবার
গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় ঈদে ঘরমুখী মানুষের ভিড় বেড়েছে।
বৃহস্পতিবার (৭ জুলাই) সকাল থেকেই ঈদে ঘরমুখো মানুষের এসব স্থানে গিয়ে যানবাহনের জন্য অপেক্ষা করতে দেখা গেছে।
জীবনের ঝুঁকি নিয়ে অনেককেই ট্রাক ও পিকআপভ্যানে যেতে দেখা গেছে। মহাসড়কে অবাধে চলাচল করছে অটোরিক্সা।
যাত্রীদের অভিযোগ, দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেও যানবাহনের অভাবে যেতে পারছেন না, আবার অতিরিক্ত ভাড়াও নেয়া হচ্ছে।
চালকরা বলছেন, ঢাকা-টাঙ্গাইল সড়কে এবারের ঈদ যাত্রায় এখনও স্বাভাবিক গতিতে চলাচল করছে যানবাহন।
গাজীপুর মেট্রোপলিটনের উপ-কমিশনার (ট্রাফিক) আব্দুল্লাহ আল মামুন জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ৩৭টি পয়েন্টে যানজট চিহ্নিত করেছে। সড়কে যাতে যানজট না হয় সে লক্ষ্যে পুলিশ কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।
এএইচ