ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

এখনি অনলাইন ক্লাসে আগ্রহী নয় হাবিপ্রবি

হাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ০৪:৫৯ পিএম, ৭ জুলাই ২০২২ বৃহস্পতিবার

দেশে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ধীরে ধীরে বাড়ছে। এ কারণে ইতোমধ্যেই সরকারের পক্ষ থেকে আবারও স্বাস্থ্যবিধি মানার নীতি জোরদার করা হয়েছে। তবে পরিস্থিতি বিবেচনায় এখনই অনলাইন ক্লাস নিতে আগ্রহী নয় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) প্রশাসন।

করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় হাবিপ্রবি'র ভাবনা বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শ্রীপতি সিকদার বলেন, ‘আমরা এখনও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করিনি। বর্তমানে অনলাইনে ক্লাস কার্যক্রম শুরু করার মতো পরিস্থিতি আসেনি। আমরা আশা করছি সশরীরে শিক্ষা-কার্যক্রম চালানো যাবে। সেই সঙ্গে কোভিড পরিস্থিতির ওপর ভিত্তি করে সরকারের নির্দেশিকা অনুসরণ করে সিদ্ধান্ত নিবে বিশ্ববিদ্যালয়।’

সম্প্রতি করোনার সংক্রমণের ঊর্ধ্বগতি এবং মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সতর্কতা জারি করে বিজ্ঞপ্তি দেয় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (২৯ জুন) রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্তের হার দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ও জনগণের মধ্যে মাস্ক পরিধান এবং স্বাস্থ্যবিধি অনুসরণে যথেষ্ট শৈথিলা পরিলক্ষিত হচ্ছে। এইপ্রেক্ষিতে কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সুপারিশসমূহ প্রতিপালনের জন্য ২৮ জুন ২০২২ মন্ত্রিপরিষদ বিভাগ হতে জারীকৃত প্রজ্ঞাপন যথাযথভাবে অনুসরণ করার জন্য অনুরোধ জানানো হয়।

এসি