ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

প্রতিপক্ষের ধারালো অস্ত্রে ঝরল শিক্ষানবিশ উকিলের প্রাণ

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত : ১০:০৬ পিএম, ৭ জুলাই ২০২২ বৃহস্পতিবার

নেত্রকোনার মদনে হাফিজুল হক চৌধুরী উজ্জল (৩৪) নামে এক শিক্ষানবিশ উকিলকে খুন করেছে প্রতিপক্ষের লোকজন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে উপজেলা ফতেপুর ইউনিয়নের ছালাকান্দা গ্রামে এই ঘটনা ঘটে। 

নিহত হাফিজুল হক চৌধুরী উজ্জল ছালাকান্দা গ্রামের এমদাদুল হক চৌধুরীর (ফুল মিয়া) ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আদিপত্য বিস্তার নিয়ে ছালাকান্দা গ্রামের এমদাদুল হক চৌধুরীর (ফুল মিয়া) লোকজনের সাথে প্রতিবেশী সাবেক ইউপি সদস্য ফারুক মিয়ার দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এ নিয়ে পূর্বেও একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৫টি মামলা চলমান। 

এরই জেরে বৃহস্পতিবার দুপুরে ফারুক মিয়ার বাড়ির সামনে হাফিজুল হক চৌধুরীকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ফারুক মিয়ার লোকজন। এ সময় হাফিজুলের ডাক-চিৎকারে স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মদন হাসপাতালে নিয়ে আসে। পরে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক হাফিজুলকে মৃত ঘোষণা করে।

নিহতের চাচা তৌহিদ চৌধুরী জানান, হাফিজুল কয়েকদিন আগে এলএলবি সম্পন্ন করেছেন। সনদ পেতে দেরী হওয়ায় বাড়িতে চলে আসেন। বৃহস্পতিবার দুপুরে ফারুক মিয়ার বাড়ির সামনে যেতেই তাদের লোকজন হাফিজুলকে কুপিয়ে হত্যা করে।

মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার এ কে এম রিফাত সাঈদ বলেন, হাসাপতালে নিয়ে আসার আগেই হাফিজুল হক মারা গেছেন। নিহতের শরীরে ধারালো অস্ত্রের একাধিক চিহ্ন রয়েছে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম জানান, প্রতিপক্ষের আঘাতে হাফিজুল নামের এক যুবক বৃহস্পতিবার মারা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমি ঘটনাস্থলে আছি। নিহতের মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপতালের মর্গে পাঠানো হবে।

তিনি আরো বলেন, আদিপত্য বিস্তার নিয়ে ছালাকান্দা গ্রামে দুই পক্ষের বিরোধ দির্ঘদিনের। এ নিয়ে থানায় একাধিক মামলা চলমান রয়েছে।

এনএস//