মৃত্যুর সঙ্গে লড়ছেন গুলিবিদ্ধ শিনজো আবে
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:১৬ পিএম, ৮ জুলাই ২০২২ শুক্রবার | আপডেট: ০২:৫১ পিএম, ৮ জুলাই ২০২২ শুক্রবার
হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন গুলিবিদ্ধ জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে। তার শারীরিক অবস্থা ‘খুবই গুরুতর’ বলে জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। এই হামলাকে ‘জঘন্য কাজ’ বলে নিন্দাও জানিয়েছেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।
শুক্রবার সকালে একটি সভায় বক্তব্য দেওয়ার সময় গুলিবিদ্ধ হন আবে। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
কিশিদা বলেন, “শিনজো আবেকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং তার ‘অবস্থা অত্যন্ত সংকটাপন্ন’। আমি অন্তর থেকে প্রার্থনা করছি যেন তিনি বেঁচে যান এবং এ হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।”
তিনি বলেন, “এ ঘটনাটি ‘ক্ষমার অযোগ্য’। এখন চিকিৎসকরা তাদের সাধ্যের মধ্যে সবকিছু করছেন। এ মুহূর্তে আমি আশা করছি এবং প্রার্থনা করছি সাবেক প্রধানমন্ত্রী আবে বাঁচবেন।”
জাপানের প্রধানমন্ত্রী বলেন, “এ ধরনের হামলা সহ্য করা হবে না। আমরা আমাদের সাধ্যের মধ্যে সবকিছু করব।”
জাপানে দুই মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন আবে। তিনি দেশটিতে সবচেয়ে বেশি সময় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। অসুস্থতার কারণে ২০২০ সালে তিনি পদত্যাগ করেন।
আবের ওপর হামলাকারীর উদ্দেশ্য এখনও জানা যায়নি। তবে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এই হামলা হয়েছে তা উড়িয়ে দেওয়া যায় না বলে মন্তব্য করেন ফুমিও কিশিদা। প্রধানমন্ত্রী বলেন, রাজধানীর বাইরে থাকা সব মন্ত্রীদের ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে হত্যাচেষ্টা সন্দেহে ৪১ বছর বয়সী এক সন্দেহভাজন ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে। তার নাম ইয়ামাগামি তেতসুয়া। তার কাছ থেকে পাওয়া একটি বন্দুক জব্দ করেছে পুলিশ।
শুক্রবার সকাল ১১টা ৩০ এর দিকে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন আবে। একাধিক ভিডিওতে দেখা গেছে, রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন সাবেক প্রধানমন্ত্রী। এ সময় তাকে ঘিরে থাকা নিরাপত্তা বাহিনী ও ঘনিষ্ঠজনেরা দ্রুত হাসপাতালে নিয়ে যায়।
সূত্র: বিবিসি
এসএ/