ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

নিজের বানানো বন্দুকে শিনজোকে গুলি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:২৯ পিএম, ৮ জুলাই ২০২২ শুক্রবার | আপডেট: ০৪:৪১ পিএম, ৮ জুলাই ২০২২ শুক্রবার

বক্তব্য দেয়ার সময় হঠাৎ গুলিবিদ্ধ হন জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে। এরপর হাসপাতালেই তার মৃত্যু হয়। যার গুলি শিনজোর বুকে লেগেছে, সেই আততায়ীর পরিচয় প্রকাশ্যে এসেছে। কী কারণে গুলি চালালেন তিনি? তদন্তকারীদের সে কথা জানালেন আততায়ী।

টেটসুয়া ইয়ামাগামি নামে পশ্চিম জাপানের নারা শহরের বছর চল্লিশের ওই ব্যক্তি তদন্তকারীদের জানিয়েছেন, শিনজোর প্রতি অসন্তুষ্ট ছিলেন তিনি। সে কারণেই তাকে হত্যার ছক কষেছিলেন। নিজের বানানো বন্দুক দিয়েই গুলি চালিয়েছেন তিনি। 

এমনকি, গুলি চালানোর পর পালানোরও চেষ্টা করেননি আততায়ী।

জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ১১টা নাগাদ নারা শহরেই এক কর্মসূচিতে বক্তৃতা করছিলেন শিনজো। সে সময়ই গুলি চালান ওই আততায়ী। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন জাপানের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় প্রধানমন্ত্রী পদে থাকা শিনজো। রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলেও বাঁচানো যায়নি। এদিকে ঘটনার সঙ্গে সঙ্গে আততায়ীকে আটক করা হয়।

এসি