ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১৫ ১৪৩১

কোভিডে ৭ মৃত্যু, শনাক্ত ১৬১১ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৪১ পিএম, ৮ জুলাই ২০২২ শুক্রবার

দেশে কোভিডে গত ২৪ ঘণ্টায় ৭ জন রোগীর মৃত্যু হয়েছে। আগের দিন মৃত্যু হয়েছিল তিন জনের। এ দিন নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৬১১ জন।

শুক্রবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানায়। 

অধিদপ্তরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৫৮০টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৬১১ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ১৯ লাখ ৮৮ হাজার ১০১ জন হয়েছে। তাদের মধ্যে ২৯ হাজার ১৯৫ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮৯০ জন কোভিড রোগী সুস্থ হয়েছেন। তাদের নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হলেন ১৯ লাখ ১১ হাজার ৩৬৭ জন। 

এসি