ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

মাত্র ১০ মাসের শিশুকে সরকারি চাকরি দিল ভারতীয় রেল, কিন্তু কেন?

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ০৩:২৫ পিএম, ৯ জুলাই ২০২২ শনিবার

মাত্র ১০ মাসের শিশুকে চাকরি দিল ভারতীয় রেল। বাবা-মায়ের মৃত্যুর পর এই চাকরি পেল শিশুটি। সরকারিভাবে বিষয়টি নথিভূক্ত করার জন্য নেওয়া হল তার আঙুলের ছাপ। ছাপ নেওয়ার সময় কেদে ভাসিয়েছে ১০ মাসের শিশুকন্যা। তার কান্না দেখে চোখ ভিজিয়েছেন সরকারি কর্মকর্তারাও।

ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ে। জানা গেছে, ১০ মাসের শিশুকন্যার বাবার নাম রাজেন্দ্র কুমার। ভিলাইয়ের রেল ইয়ার্ডে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেন তিনি। গত জুন মাসে এক পথ দুর্ঘটনায় রাজেন্দ্র এবং তার স্ত্রী প্রাণ হারান। তারপর থেকে আত্মীয়দের কাছেই রয়েছে তাদের দশ মাসের শিশু কন্যা। ইতিমধ্যেই রেলের রায়পুর ডিভিশনের পক্ষ থেকে সমস্ত রকমের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা হয়েছে ।

কিন্তু বাবা-মায়ের মৃত্যুর পর ১০ মাসের শিশুকন্যার ভবিষ্যৎ কী? এই প্রশ্নে উদ্বিগ্ন ছিলেন রাজেন্দ্রর পরিবার ও বন্ধুরা। এমন সময় ১০ মাসের শিশুকন্যাকে সরকারি চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেয় ভারতীয় রেল। গোটা ছত্তিশগড়ে এর আগে এমন কোনও সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করতে পারছেন না সেখানকার বাসিন্দারা। তবে মানবিকতার খাতিরেই এমন সিদ্ধান্ত বলে মনে করছেন তারা।

গত ৪ জুলাই সরকারিভাবে শিশুকন্যার চাকরি নথিভূক্ত করা হয়। শিশুর আঙুলের ছাপ নেওয়ার জন্য তার হাতটি ধরেছিলেন এক সরকারি কর্মকর্তা। তখনই কাদতে শুরু করে মা-বাবাকে হারানো শিশুটি। তার কান্না দেখে অভিজ্ঞ কর্মকর্তাদের চোখেও পানি আসে। কিন্তু কাজ তো করতে হবে। শিশুর ভবিষ্যতের কথা ভেবেই তো এমন সিদ্ধান্ত! তাই ছোট্ট ছোট আঙুলের ছাপ সরকারি খাতায় নিয়ে নেন তিনি। জানা গিয়েছে, আঠেরো বছর বয়স হলে সরকারি চাকরিতে যোগ দিতে পারবে প্রয়াত রেলকর্মীর একমাত্র মেয়ে। অনেকেই ভারতীয় রেলের এই উদ্যোগের প্রশংসা করেছেন।

সূত্র: সংবাদ প্রতিদিন

এসবি/