ঢাকা, শনিবার   ২১ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৬ ১৪৩১

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:৫৭ পিএম, ৯ জুলাই ২০২২ শনিবার | আপডেট: ০৭:০৬ পিএম, ৯ জুলাই ২০২২ শনিবার

রাত পোহালেই ঈদ। তাই ফেরিগুলোতে উপচেপড়া ভিড় ঘরমুখো মানুষ গ্রামের বাড়ি ফিরছে। প্রতিটি ফেরিতেই শত শত মানুষ ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পরিবারের কাছে ছুটছে। তবে পথে পথে নানা ধরণের দুর্ভোগ দেখা দিয়েছে। 

সাভার, নবীনগরসহ বিভিন্ন স্থানে অতিরিক্ত যানবাহনের চাপে যানজট তৈরি হওয়ায় এবং সব ধরণের যানবাহনের ভাড়া অতিরিক্ত নেওয়ায় যাত্রীরা নাজেহাল হচ্ছেন বলে জানান। তবে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ঘরমুখো মানুষের অতিরিক্ত চাপ থাকলেও তেমন একটা ভোগান্তি পোহাতে হয়নি। স্বাচ্ছন্দে তারা ফেরি ও লঞ্চ ঘাটে আসতে পেরে আনন্দিত। 

যাত্রীরা জানিয়েছেন, ঢাকা থেকে আসতে যানবাহন ও যাত্রীদের অতিরিক্ত চাপ থাকায় কয়েক ঘন্টা সময় বেশি লেগেছে। একই সঙ্গে ৫ গুণেরও বেশি ভাড়া দিয়ে ফেরি ঘাটে আসতে হচ্ছ। তবে কোন ধরণের তদারকি না থাকায় তাদের এ সমস্যা হচ্ছে বলে যাত্রীরা জানান। 

শনিবার দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ১৯টি ফেরি চলাচল করছে। তবে নদীতে তীব্র স্রোত থাকায় ফেরিগুলো ঘাটে আসতে দিগুণেরও বেশি সময় লাগছে।
কেআই//